উপরে তুষার শুভ্র মেঘে মেঘে ছেয়ে আছে নীলাকাশ। সেই আকাশে ভেসে বো বো শব্দ করে মেঘমালাকে ছেদ করে উড়ে গেল ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ছেড়ে আসা বিমানটি। পাশেই রাস্তা। সেখান দিয়ে দুই-তিন-চার চাকার গাড়ি প্রান্তিক পানে ছুটে যাচ্ছে। তারও একটুখানি নিচে পানির তরঙ্গরাশি বয়ে চলেছে সাগরের টানে। তার উপর যে ছোট একটি নৌকা স্রোতের বিপরীতে এগিয়ে চলছে সেটিরই একবারে সামনের পাটাতনে আমি বসে আছি।
"ঢেওয়ের তালে নৌকা দুলে তার সাথে দেহ,
দেহের সাথে মনও নাচে আসবি তোরা কেহ?"
সামনে নীল দিঘন্তের দুই প্রান্ত স্পর্স করা মেঘালয়ের পাহাড়। আমার গন্তব্যস্থান ঐ পাহাড়ের পাদদেশের ছোট্ট একটি গ্রামে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন