রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৫

ব্যর্থ পত্র

প্রিয়,
কেমন আছ তোমি,
আমার মতোই তাই না ?
আমিও তো তোমারই মত
ভাঙ্গা হৃদয়ের ভালবাসা নিয়ে অপেক্ষামান...
তোমার জন্য,
শুধু তোমার জন্য|
তোমিও তো অপেক্ষামান,
কার জন্য ?
সে তো আমি নয় !
অন্য কেউ|
তোমার হ্রদয় যখন অন্য কারো আঘাতে
বড় ক্লান্ত, শান্ত, শতছিন্ন,
ঠিক তখন এসেছি
আমি তোমার কাছে,
ভালবাসা পেতে !
বলতো, আমি কি তখন জানতাম
তোমার হৃদয় বিক্রি করা ?
তোমি তোমার কথায় বোঝাতে চেয়েছ
তোমি ছেলেটিকে ভালবাস|
আগে প্রেম ছিল,
এখন নেই|
কিন্তু তোমার চোখ...
সে যে তোমার নিরব প্রেমের কথা বলে যায়|
তোমার চোখ দুটি নিরবে কাঁদে,
অপেক্ষার প্রহর গুনে তাই|
আমি যখন তোমার মন চাইলাম
তখন সে মন অন্য কারো দখলে|
আমাকে দেবার মত তোমার কিছুই নেই
দেহ-মন অন্য মালিকের সাইনবোর্ড সবখানেই|
আমি তোমার ভাঙ্গা ফুলের টোপে
নতুন করে ফুল সাজাতে চেয়েছি|
কিন্তু হায়,
সে ফুল টোপে লেগে পাপঁড়ী শতছিন্ন হয়ে গেল|
আমি তোমার কাছে কিছুই চাইনি,
তাই বলে এভাবে ঠকাবে...
কি আর বলব বল
তোমি আমি দুজনেই পরাজীত,
কার কাছে জান ?
বাস্তবতার কাছে|
এখন আমি চলে যাব|
তোমার থেকে অনেক দূর|
সেখানে কাউকে বুঝতে দেবনা
আমি যে তোমাকে ভালবাসি,
শুধু নিরবে মিস্ করব তোমায়...
সেখানেও আমার চোখে থাকবে প্রতিক্ষার প্রহর|
তোমার জন্য নয়,
তোমার ভালবাসার জন্য|
যা আমি কখনোই পাবনা,
তোমি অন্যজনকে দিয়ে ফেলেছ|
তোমার কাছে নেই,
তোমার কাছ থেকে তা পাবার জন্য,
সারা জীবন অপেক্ষা করব|
নিরবে-নিভৃতে, একা একা,
কেউ জানবে না...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন