বিষাধময় অবনী'মাঝে খুজে চলেছি তোমায়। কল্পনার
স্বর্গরাজ্যের অঢেল রত্ন দিয়ে হৃদয় কুঠিরে স্বর্গীয় দূতের
রাণীর ন্যায় রাখব তোমায়। মাঝে মাঝে কতিপয় সাধারণ
তরুণ রমনীর ভিড়ে হয়ত নিষ্পল
আঁখিতে চাহিতে চাহিতে তোমার দেখা মিলে। পলক
না পরতেই কালের স্রোতে নিজেকে আড়াল করে নাও।
আমি রবিগুরুর কথামতই তোমাকে ভালবাসি বলেই
ছেড়ে দেই। যদি তোমি আমার হও জানি ফিরে আসবে।
কখনো বা ভাবনায় আচ্ছন্ন হয়ে পড়ি। পৃথিবী রবিগুরুর
দিনের মত আর নেই যে। আমি হয়ত তোমায় ছেড়ে দিলাম
ফিরে আসবে বলে কিন্তু অন্য তোমাকে বন্ধি করে ফেলল।
তোমি হয়ত ফিরে আসতে চাইছ কিন্তু পারছনা। হয়ত
খাঁচার মধ্য ছটফট করতে করতে নিরবে ডাকছ আমায়।
আমিও মনের কানে শুধু শুনেই যাচ্ছি কিন্তু সমাজিক জীব
বলে কিছুই করতে পারছিনা। তবে কি রবিঠাকুরের সেই
বাণীটা বদলে ফেলতে হবে?
বলতে কি হবে নতুন করে আর একটা কথা?
যেখানে বলা হবে যাকে ভালবাস
তাকে কখনো ছেড়ে দিও না।
ভালবাসা ধরে রাখতে প্রয়োজনে যুদ্ধ কর। বিশ্বাস কর,
Everything is fear in love and war.
রবিবার, ২২ নভেম্বর, ২০১৫
হোক তবে বদল
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন