রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫

IT'S LIFE (English poem)

Life like dream.
Anytime it can be broken.
Sometimes we get something that out of hope,
Sometimes we loss something that make us hopeless.

Life like a sky.
Anytime it becomes cloudy.
In rainy seasons period we see the sun,
In summer seasons it becomes cloudy.

Life like a river.
Anytime it changes its stream. When it born it shoves off two side,
When it die it die silently.

Written Date: May 31, 2012 (THU)

বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫

No water in my eyes


Mind is feeling something else. Just remembering somebody I have lost all ready.
Two eyes want to cry. I can't do it being a male. A man struggle for his wishing. A women can keep her far from sorrow by crying.
No water in my eyes.
A dry sorrow is killing me slowly with a lot of hit. I can't kill myself because it's out off roll.

Let me cry or let me die.

রবিবার, ২২ নভেম্বর, ২০১৫

হোক তবে বদল

বিষাধময় অবনী'মাঝে খুজে চলেছি তোমায়। কল্পনার
স্বর্গরাজ্যের অঢেল রত্ন দিয়ে হৃদয় কুঠিরে স্বর্গীয় দূতের
রাণীর ন্যায় রাখব তোমায়। মাঝে মাঝে কতিপয় সাধারণ
তরুণ রমনীর ভিড়ে হয়ত নিষ্পল
আঁখিতে চাহিতে চাহিতে তোমার দেখা মিলে। পলক
না পরতেই কালের স্রোতে নিজেকে আড়াল করে নাও।
আমি রবিগুরুর কথামতই তোমাকে ভালবাসি বলেই
ছেড়ে দেই। যদি তোমি আমার হও জানি ফিরে আসবে।
কখনো বা ভাবনায় আচ্ছন্ন হয়ে পড়ি। পৃথিবী রবিগুরুর
দিনের মত আর নেই যে। আমি হয়ত তোমায় ছেড়ে দিলাম
ফিরে আসবে বলে কিন্তু অন্য তোমাকে বন্ধি করে ফেলল।
তোমি হয়ত ফিরে আসতে চাইছ কিন্তু পারছনা। হয়ত
খাঁচার মধ্য ছটফট করতে করতে নিরবে ডাকছ আমায়।
আমিও মনের কানে শুধু শুনেই যাচ্ছি কিন্তু সমাজিক জীব
বলে কিছুই করতে পারছিনা। তবে কি রবিঠাকুরের সেই
বাণীটা বদলে ফেলতে হবে?
বলতে কি হবে নতুন করে আর একটা কথা?
যেখানে বলা হবে যাকে ভালবাস
তাকে কখনো ছেড়ে দিও না।
ভালবাসা ধরে রাখতে প্রয়োজনে যুদ্ধ কর। বিশ্বাস কর,
Everything is fear in love and war.

রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৫

ব্যর্থ পত্র

প্রিয়,
কেমন আছ তোমি,
আমার মতোই তাই না ?
আমিও তো তোমারই মত
ভাঙ্গা হৃদয়ের ভালবাসা নিয়ে অপেক্ষামান...
তোমার জন্য,
শুধু তোমার জন্য|
তোমিও তো অপেক্ষামান,
কার জন্য ?
সে তো আমি নয় !
অন্য কেউ|
তোমার হ্রদয় যখন অন্য কারো আঘাতে
বড় ক্লান্ত, শান্ত, শতছিন্ন,
ঠিক তখন এসেছি
আমি তোমার কাছে,
ভালবাসা পেতে !
বলতো, আমি কি তখন জানতাম
তোমার হৃদয় বিক্রি করা ?
তোমি তোমার কথায় বোঝাতে চেয়েছ
তোমি ছেলেটিকে ভালবাস|
আগে প্রেম ছিল,
এখন নেই|
কিন্তু তোমার চোখ...
সে যে তোমার নিরব প্রেমের কথা বলে যায়|
তোমার চোখ দুটি নিরবে কাঁদে,
অপেক্ষার প্রহর গুনে তাই|
আমি যখন তোমার মন চাইলাম
তখন সে মন অন্য কারো দখলে|
আমাকে দেবার মত তোমার কিছুই নেই
দেহ-মন অন্য মালিকের সাইনবোর্ড সবখানেই|
আমি তোমার ভাঙ্গা ফুলের টোপে
নতুন করে ফুল সাজাতে চেয়েছি|
কিন্তু হায়,
সে ফুল টোপে লেগে পাপঁড়ী শতছিন্ন হয়ে গেল|
আমি তোমার কাছে কিছুই চাইনি,
তাই বলে এভাবে ঠকাবে...
কি আর বলব বল
তোমি আমি দুজনেই পরাজীত,
কার কাছে জান ?
বাস্তবতার কাছে|
এখন আমি চলে যাব|
তোমার থেকে অনেক দূর|
সেখানে কাউকে বুঝতে দেবনা
আমি যে তোমাকে ভালবাসি,
শুধু নিরবে মিস্ করব তোমায়...
সেখানেও আমার চোখে থাকবে প্রতিক্ষার প্রহর|
তোমার জন্য নয়,
তোমার ভালবাসার জন্য|
যা আমি কখনোই পাবনা,
তোমি অন্যজনকে দিয়ে ফেলেছ|
তোমার কাছে নেই,
তোমার কাছ থেকে তা পাবার জন্য,
সারা জীবন অপেক্ষা করব|
নিরবে-নিভৃতে, একা একা,
কেউ জানবে না...

পেছনের পাতা

কালবৈশাখী ঝড়ের মত হঠাত্ করে একটি মেয়ের
সাথে পরিচয় হল সিলেট ডায়াবেটিক হাসপাতালে। ছোট
বোনের সাথে ভালই বন্ধুত্ব হয়েছে মেয়েটার।
কেবিনে অনেকক্ষণ আড্ডা দিলাম। নাম কি মেয়েটার?
-মিষ্টি
দারুণ নামের মতই মিষ্টি মেয়েটা। ওর সাথে বন্ধুত্ব
করা চাই। ঠিক বন্ধুত্ব নয়। মেয়েটাকে আমার খুবই ভাল
লেগেছে। ফেসবুক আইডি আছে? আমি তোমার বন্ধু হব।
-আছে কিন্তু দেবনা। না ঠিক আছে পরে এক সময় দেব।
(মোবাইলই ছিলনা ওর) এখন যাই।
হাতটা বাড়াল ও।
হেন্ডসেক করার সময় আলতু একটা চিমটি কাটল মিষ্টি।
ঠিক যেন আমার হৃদয়টাকে নাড়িয়ে দিল। ওকে আমার
চাইই চাই।

বিকালের দিকে মিষ্টির সাথে আবার দেখা। আমার ছোট
বোনের খোঁজে এসেছে। ছোট বোন নয় আমি জানি আমার
কাছেই এসেছে।
ও ওর স্বামীর সাথে কথা বলেতে নিচ তলায় গেছে।
-আমিও ওর স্বামীকে দেখব।
বাচ্চাদের মত বায়না ধরল মিষ্টি।
চল।
সময় যেন অনেকটা বেশি পাওয়া যায়
আমি ওকে সিঁড়ি দিয়ে নিয়ে গেলাম। ও আমার ছোট
বোনের স্বামীকে দূর থেকে এক নজর দেখে চলে এল। বলল
কাবাবে হাড্ডি হতে চাইনা। আশেপাশে অনেকক্ষণ
ঘুরাঘুড়ি করে লিফট দিয়ে ওঠার সময় ভয় পাওয়ার
অজুহাতে আমার চিবুক শক্ত করে ধরে রাখল। এ যেন কোন
ছায়ছবির একটা অংশ।

রাতের কাহিনিটা সংক্ষেপিত ভাবে বলার জন্য নিচের
দুটি কলি দুটিই যতেষ্ট।
ভেজা সন্ধ্যা অজোর বৃষ্টি
দূর আকাশে মেঘের প্রতিধ্বনি
বাদলে ঘিরেছে আকাশ
বইছে বাতাস
আড়লে দাড়িয়ে তোমি আর আমি
হয়নি বলা কোন কথা
শুধু হয়েছে অনুভূতি।
আর একটি গানের কলি,
এখন অনেক রাত
তোমার কাঁধে আমার নিঃশ্বাস
আমি বেচে আছি তোমার মাঝে
তোমার ভালবাসায়...
শেষকথাঃ
মিষ্টিকে আমার ভাললাগার কথাটা বলতে পারিনি। তবে আমি যাব মিষ্টির বাড়িতে। হয়ত ও আগের
মত নেই। হয়ত দেখব ওর সিঁথীতে লাল সিধুঁর। তবুও বলব "মিষ্টি আমি তোমাকে অনেক ভালবাসি..."