শনিবার, ৩১ জুলাই, ২০২১

সাদা পাতা

বহু দিন ধরে একটা গল্প নিজের ভেতর চেপে রেখেছি,
একটা নিরব ভালবাসার গল্প।
না, এমনটা হওয়ার কথা ছিল না
হৃদয়কে দমিয়ে রাখতে পারিনি শেষ পর্যন্ত,
যতই নিজেকে বোঝ দিতে চেয়েছি
ততই অবুঝ মন উথলে ওঠেছে।
   
অথচ;
আমার জীবনে তার অবস্থান ইরেজারের মত,
যার স্পর্শে অতীতের গল্পগুলি অস্তিত্বহীন হয়ে পড়ে;
কিন্তু, সে কেবল মুছতেই পারে...
ইরেজার দিয়ে তো আর গল্প লেখা যায় না।
  
এ জন্মটা না হয় একটা সাদা পাতা হয়েই কাটিয়ে দিলাম।

বুধবার, ১৪ জুলাই, ২০২১

ফিলিস্তিন

তোমার মিথ্যে চোখে সে সত্যই খোয়াব বুনেছি
তার মাসুল দেবে কে?
ল্যাজারাসের মত মৃত্যু পর জাগা
জেরুসালেম বসন্ত বিপ্লবে।
  
বোগেনভিলিয়ার কুঞ্জে কুঞ্জে রক্তের প্রতিধ্বনি
সে দাগ না আর মুছিবে,
অগণিত লাশের মূল্য চুকিয়ে
সে স্বর্গভূমি চায় কে?

শুক্রবার, ২ জুলাই, ২০২১

আলবাট্রস

কবিতা লেখা দুষ্কর হয়ে গেছে।
চিত্রকর্মের মতো একটি রূপ ধারণ করতে চায়।
ভাগ্যিস, আমি এদুয়ার মত চিত্রকার নই!
নয়তো, নিজের ভেতর লুকিয়ে রাখা কল্পটা
নগ্ন অলম্পিয়া হয়ে লটকে যেত দেয়ালে।

আমি সেই মুক্ত আলবাট্রস যে ভালবাসা চুপকে;
ওড়ে যায় সুমেরু দিগন্ত থেকে কুমেরু দিগন্তে।