আমরা ঘরের বড় যারা আছি বাবাকে বাঘের মত ভয় পাই, পারতপক্ষে সামনেই পড়তে চাইনা। সবার ছোট যে বোন তার কথা আলাদা, এক মাত্র সেই পারে উল্টো বাবার প্রতি রাগ দেখিয়ে তিড়িংবিড়িং করে ডায়নিং ছেলে চলে যেতে।
একটু পর বাবা যখন অভিমানী কন্যার মানা ভাঙ্গাতে ডাকে, সেটা উপেক্ষা করে বলতে পারে, "হয়েছে, এত আলগা আদর দেখাতে হবে না।"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন