সোমবার, ১২ অক্টোবর, ২০২০

ফিরে এসো নিঃসঙ্গতা

ফিরে এসো নিঃসঙ্গতা
শেষ প্রহরের শূন্য রাজপথ ধরে।

না হয় শিশির বিন্দু হয়ে স্পর্শ করা হলনা
শরতের শিউলি ফুল;
কিংবা অভিমান করে থাকা মাধবী লতার প্রতীক্ষা
কখনোই ফুরাল না আর।

তুমি ফিরে এসো,
ফিরে এসো নিঃসঙ্গতা।
অনুরাগের গল্প না হয় অন্য কোন দিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন