ঝর্ঝর পাতায় বৃষ্টি টুপটাপ
শেফালীর ডাকে সন্ধ্যা নামে চুপচাপ
পাহাড়ের গাঁ বেয়ে মিশে যায় আবীর
আধো আলোর জোনাকি করছে সেথা ভীড়
.
এই সবুজের নগরে
আমি খুঁজি নিজেরে,
কোথা গেলে বল পাই?
হারিয়ে আঁধারে
নিস্তব্ধ হাহাকারে
কেবলই হাতড়ে বেড়াই।
২.
বাতাসের মত উন্মাদ জীবনের মত নির্মম
তরুণের মত উচ্ছ্বাস পরিহাসের মত চরম
নিয়তির মত নির্বাক প্রনয়ের মত নিষ্পাপ
ফুলের মত বসন্ত অবহেলার মত পাপ
অজস্র অনুভূতির মাঝেও আমি খুঁজেছি তারে।।
৩.
আকাশের মত বিশাল সাগরের মত ছন্দ
সত্যের মত কঠিন মিথ্যা মত দ্বন্দ্ব
স্বপ্নের মত মৃদু আকাঙ্ক্ষার মত তীব্র
সৃষ্টির মত যাদু মৃত্যুর মত শুভ্র
অজস্র অনুভূতির মাঝেও আমি খুঁজেছি তারে।।
লেখকঃ আসমাউল হোসেন কাওসার।
স্বত্বাধিকার সংরক্ষিত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন