বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০

শূন্য রাজপথ

এই শূন্য রাজপথ তোমায় দিলাম প্রিয়তমা,
দেই নি ঐ বিবর্ণ নীল, মেঘে ডাকা জোছনা
অসীমকে সীমার রেখা লুকিয়ে রেখে
আরেক পৃথিবী দেই শূণ্যে একে
শিশিরভেজা শিউলি করি নিত্য জমা
এই শূন্য রাজপথ তোমায় দিলাম প্রিয়তমা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন