সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
আত্মসন্ধান
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
শূন্য রাজপথ
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০
বেচেঁ থাকার ইতিহাস
আকাঙ্খার মৃত্যু হয়েছে যতবার
আমার মৃত্যুও হয়েছে ততবার।
আমার আদি স্বত্ত্বা
নগ্ন ঐশ্বর্য হয়ে ঘুরে বেড়াত অফ্রিকার অরণ্যে
কিন্তু তারা আমায় বেঁচে দিল
একখণ্ড রুটির বিনিময়ে।
অশোকের তরবারি হয়ে
আমি ছুটেছিলাম কলিঙ্গের পথে প্রান্তরে।
আমি সেবার উপভোগ করেছিলাম
উষ্ণ লৌহিত কণিকার স্পর্শ।
ছিন্নভিন্ন হাড়ের উপর চাপিয়ে দেওয়া হল বিজয়।
তারপর লৌহ তরবারি ছুড়ে দেওয়া হল মাটিতে
আর আমার হয়ে গেলাম পুষ্প।
এক ব্যর্থ প্রেমিক তার প্রেয়সীর খোঁজে
আমায় হাতে নিয়ে
পৃথিবীর পথে ঘুরে ফিরেছে
তেষট্টি বছর।
প্রেমে পড়েছি যতবার
আমার জন্ম হয়েছে ততবার।
প্রতিবারই খুঁজে পেয়েছি নতুন এক আমিকে
যে আরও বাচঁতে চায়
হাজার কোটি বছর।
ভালবাসা হোক মাদকের মত সহজলভ্য
যে কেউ চাইলেই যেন আসক্ত হতে পারে।
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
Incomplete Wants
Hi
The day, that I can see you
Is different from the day
That I cannot.
You are like a day dream.
When I see you,
As like that
I meet with my hopes.
Everytime I met you
And got some reason to live
So, come on dear
Just to say, "Hi!".