সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০

আত্মসন্ধান

ঝর্ঝর পাতায় বৃষ্টি টুপটাপ
শেফালীর ডাকে সন্ধ্যা নামে চুপচাপ
পাহাড়ের গাঁ বেয়ে মিশে যায় আবীর
আধো আলোর জোনাকি করছে সেথা ভীড়
.
এই সবুজের নগরে
আমি খুঁজি নিজেরে,
কোথা গেলে বল পাই?
হারিয়ে আঁধারে
নিস্তব্ধ হাহাকারে
কেবলই হাতড়ে বেড়াই।

২.
বাতাসের মত উন্মাদ জীবনের মত নির্মম
তরুণের মত উচ্ছ্বাস পরিহাসের মত চরম
নিয়তির মত নির্বাক প্রনয়ের মত নিষ্পাপ
ফুলের মত বসন্ত অবহেলার মত পাপ
অজস্র অনুভূতির মাঝেও আমি খুঁজেছি তারে।।
৩.
আকাশের মত বিশাল সাগরের মত ছন্দ
সত্যের মত কঠিন মিথ্যা মত দ্বন্দ্ব
স্বপ্নের মত মৃদু আকাঙ্ক্ষার মত তীব্র
সৃষ্টির মত যাদু মৃত্যুর মত শুভ্র
অজস্র অনুভূতির মাঝেও আমি খুঁজেছি তারে।।

লেখকঃ আসমাউল হোসেন কাওসার।
স্বত্বাধিকার সংরক্ষিত।  

বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০

শূন্য রাজপথ

এই শূন্য রাজপথ তোমায় দিলাম প্রিয়তমা,
দেই নি ঐ বিবর্ণ নীল, মেঘে ডাকা জোছনা
অসীমকে সীমার রেখা লুকিয়ে রেখে
আরেক পৃথিবী দেই শূণ্যে একে
শিশিরভেজা শিউলি করি নিত্য জমা
এই শূন্য রাজপথ তোমায় দিলাম প্রিয়তমা।

বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০

বেচেঁ থাকার ইতিহাস

আকাঙ্খার মৃত্যু হয়েছে যতবার
আমার মৃত্যুও হয়েছে ততবার।
আমার আদি স্বত্ত্বা
নগ্ন ঐশ্বর্য  হয়ে ঘুরে বেড়াত অফ্রিকার অরণ্যে
কিন্তু তারা আমায় বেঁচে দিল
একখণ্ড রুটির বিনিময়ে।


অশোকের তরবারি হয়ে
আমি ছুটেছিলাম কলিঙ্গের পথে প্রান্তরে।
আমি সেবার উপভোগ করেছিলাম
উষ্ণ লৌহিত কণিকার স্পর্শ।
ছিন্নভিন্ন হাড়ের উপর চাপিয়ে দেওয়া হল বিজয়।
তারপর লৌহ তরবারি ছুড়ে দেওয়া হল মাটিতে
আর আমার হয়ে গেলাম পুষ্প।


এক ব্যর্থ প্রেমিক তার প্রেয়সীর খোঁজে
আমায় হাতে নিয়ে
পৃথিবীর পথে ঘুরে ফিরেছে
তেষট্টি বছর।
প্রেমে পড়েছি যতবার
আমার জন্ম হয়েছে ততবার।
প্রতিবারই খুঁজে পেয়েছি নতুন এক আমিকে
যে আরও বাচঁতে চায়
হাজার কোটি বছর।


ভালবাসা হোক মাদকের মত সহজলভ্য
যে কেউ চাইলেই যেন আসক্ত হতে পারে।

বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০

Incomplete Wants

Did someone ever think
What I want, Why
And how?
A lot of my friend ask me that
What I want
A few of my friend ask me also that
Why I want
And none of my friend ask me that
How I want.
So, end of of day,
I have to tell them
"Yes, I got a lot
Yet, I didn't want in this way."

Hi

The day, that I can see you
Is different from the day
That I cannot.
You are like a day dream.
When I see you,
As like that
I meet with my hopes.
Everytime I met you
And got some reason to live
So, come on dear
Just to say, "Hi!".