রবিবার, ২৯ মার্চ, ২০২০

ছয়শত পঁচিশ দিন পর

ছয়শত পঁচিশ দিন পর...
জানি অপেক্ষা করে কোন লাভ হবেনা
তবুও করি,
জানি আমার অব্যক্ত ভালবাসা মূল্যহীন
তবুও তো ভালবাসি।
সাথের ছায়াটিকে তোমার গল্প বলি
জানি ওর শ্রবণেন্দ্রিয় নেই
তবুও বলি।
জানি অন্ধকারে বিষাদে কুঁকড়ে উঠলেও কিছুই হবেনা
তবুও বিষাদ-যাতনা জড়িয়েই বেচে থাকার চেষ্টা করি।
জানি তোমাকে জানিয়েও কিছু হবেনা
তবুও নিরবে বৃথা বিলাপ করি।

ছয়শত পঁচিশ দিন কোন সময়ই না অনেকের কাছে।
কারো কাছে সাড়ে আটার মাস,
কারো কাছে দুই বছর থেকেও কিছু কম সময়।

কিন্তু আমার কাছে ছয়শত পঁচিশ মানে অনেক কিছু।
পনের হাজার ঘন্টা
নয় লক্ষ মিনিট
কিংবা সাড়ে পাঁচ কোটি সেকেন্ড।

আমি উপলব্ধি করছি প্রতিটি মুহুর্ত
কিছুই হয়নি ম্লান,
নিরব প্রণয়ের সুখ, দুঃখ কিংবা একাকীত্বের অভিমান।

ছয়শত পঁচিশ দিন পর
October 16, 2016

মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০

আনাড়ি কবি

যতদিন না খুব বিখ্যাত হচ্ছি
কোন স্বর্ণ-সন্ধ্যানী তরুণী যে আমার প্রেমে পড়বে না
সে ব্যাপারে আমি নিশ্চিন্ত।

ওরা যেখানে চৌপায়ায় সাজানো
শ্যাম্পেইন কিংবা সিঁদুরবর্ণ ওয়াইন খোঁজে
ফরাসি কিংবা রুশ বালিকাদের মত,

সেখানে আমি থাকি দীঘির তীরে
কুঁড়েঘরে মাদুর পেতে
সপ্তমীর চাঁদে স্নানরত।

বুধবার, ১১ মার্চ, ২০২০

অস্পষ্ট প্রণয়

গল্পটা হওয়ার কথা ছিল নিভৃত প্রণয়নের।
কিন্তু; এই দেখোনা, লিখতে যাই কবিতা
আর চোখের সামনে ভেসে ওঠে
নীল কাটায় বাঁধা
তোমার ঢেউ খেলানো চুল।
গভীর সে চুলের আস্তরনে ঢেকে যায়
মুখশ্রীর বাঁপাশে ঈষৎ কালো তিল।
আমি বারবার করি ভূল।

পঙক্তিতে চরণে তোমার কল্পনায়
স্পষ্ট হয় প্রেম,
কবিতা হয়ে যায় ছবি।
তোমার নিভৃতে ভালবাসে বলে আজ
কবিতা লেখাই ছেড়ে দিল কবি।