শুক্রবার, ২৬ আগস্ট, ২০১৬

ভালবাসার সরূপ

পৃথিবীতে স্বার্থ ছাড়া কোন ভালবাসা নেই। মা-বাবা'র ভালবাসা হচ্ছে জিনগত প্রজাতি রক্ষার স্বার্থ যেটাকে আমরা নিঃস্বার্থ বলে ভাবি। আপনাকে আপনার বাবা-মা যেভাবে ভালবেসেছে আপনিও সেভাবেই আপনার সন্তানদের ভালবাসবেন। সন্তানদের যতটা ভালবাসা যায় মা-বাবা'কে ততটা না। কারণ, প্রকৃতিকর্তা ভবিষ্যতকেই বেশি প্রাধান্য দেয়।

আরেটা ভালবাসা হচ্ছে জৈবিক স্বার্থ। এতে আপনি আনন্দের সাথে নতুন জীবনের আগমন ঘটান। প্রকৃতিকর্তা আপনাকে এক অভাবনীয় আনন্দ দিয়ে তার স্বার্থ হাসিল করে। এ এমনি এক আনন্দ! মানুষ তো বটেই নিরীহ পশুও যুদ্ধ করে। অবশ্য,  কিছু কিছু ক্ষেত্রে মানুষ পশুর চেয়ে খারাপ। সমকামীতার ব্যাপারে আমি কনফিউজড। আমার ধারণা এটা বিকৃত রুচি। নাকি প্রকৃতির কোন নতুন খেলা কে জানে।

আর ভাই-বোন, বন্ধু-বান্ধব আর যত আত্মীয়-সজন সবই ব্যক্তিস্বার্থের প্রয়োজনীতার উপর ভিত্তি করে গড়ে উঠে আবার স্বার্থে টান লাগলে ভেঙ্গেও যায়।

বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০১৬

লজ্জা

_______________________
জ্বলে জ্বলে ক্লান্ত সূর্য।
সন্ধ্যায় ঘুমিয়েছে,
সকালে উঠবে।
আমিও জ্বলি
রাত জেগে জেগে
দিবাকরকে ফাকি দিয়ে।
যেদিন ভালবাসা শিখেছিলাম
সেদিন বলেছিলাম আমৃত্যু পাশে থাকব।
সে অনেক দিন আগের কথা
তখন কোন প্রেমময় বসন্ত ছিল না
আকাশের বুক ফাটানো গ্রীষ্মের দুপুর
ভাস্কর সেই সময়ের সাক্ষী।
সে সাক্ষী হতে চাইছিল না
আমি প্রকৃতিকর্তার দোহাই দিয়েছিলাম
তাই তো লজ্জায় তাকে মুখ দেখাতে পারিনা।
আমি রাতে, রবি দিনে
জ্বলে যাই নিরবধি
আর লজ্জায় কেউ কাউকে মুখ দেখাতে পারি না।
অন্ধের মত প্রেম ছিল,
বেচে থাকার মত একটা স্বপ্ন ছিল।
বাহাদুরি করার করা ভালবাসা ছিল।
আজ কিছুই নেই।
আছে শুধু লজ্জা।
সবার থেকে আলাদা করার জন্য নির্মম এক ইতিহাস।