শনিবার, ২৩ জানুয়ারি, ২০১৬

আমার সবগুলা ক্রাসঃ

১. অধরা স্পর্স (ছদ্মনাম, আমার দেওয়া)
জীবনের প্রথম ক্রাস... খুব কাছের বন্ধু না হলে স্পর্সের কথা কাউকে বলিনা। ফেসবুকে এখনো ফ্রেন্ডলিষ্টে আছে... একবার ওকে ব্লকও মেরেছিলাম।

২. মিলি (প্রথম ভালবাসা)
প্রথম ক্রাস খুবই ছোটবেলার, প্রথম ভালবাসাও। আমি ইচড়ে পাকা ছিলাম বলে এ অবস্থা। মিলি সাথে মাত্র  আমার দু-একটি কথাই হয়েছিল, ওর হাসি আমাকে আমাকে এত মুগ্ধ করেছিল আজও ডাকে আমায়। জানিনা কোথায় আছে, কেমন আছে মিলি। যদি ও কখনো জানতে পারে একযুগ ধরে কেউ তাকে নিরবে-নিভৃতে ভালবাসে...

৩. সোনিয়া
টিন এজের প্রথম ক্রাস। অনেকগুলি কবিতা আছে তাকে নিয়ে। সে আর আগের মত নেই, আমিও না।

৪. তিষা
দীর্ঘকাল নিজের বধূরূপে তাকে ভেবেছি। এখনও বিষাধের পবনে তার জন্য হাবুডুবু খাই। আমার সুদীর্ঘ প্রনয় তার সাথে। বিয়ের পূর্বে ৮ বছরের সম্পর্ক অথচ ৮ সেকেন্ডর জন্যও ওকে বিশ্বাশ করতে পারিনি। আর এটাই আমার জীবনের সবচে' বড় ব্যর্থতা।

৫. মোহনা
ওর নাম আইরিন। ক্ষণিকের তরে আমাদের ক্লাসে এডমিশন নিয়েছিল বলে  আমার একটি কবিতার শিরোনামে ওকে মোহনা বলে উল্ল্যেখ করেছি। এত কিউট ছিল মেয়েটা তার চোখ একবার আমার চোখ পড়েছিল... আর ফেরাতে পারিনি। ফলাফল, সামানের বিমের সাথে বিশাল ধাক্কা।

৬. মিষ্টি
ওর আসল নাম সুইটি। নিজেকে আমার কাছে মেলে ধরেছে মিষ্টি নামে। নামের মতই মিষ্টি ও... ধর্মে সনাতনী। যে কয়েক ঘন্টার জন্য মিষ্টিকে পেয়েছিলাম তাতেই ও যতটুকু মুগ্ধতা ছড়িয়েছে আমরন মনে রাখার মত।

৭. কলমিফুল (অধরা স্পর্স ২)
সে যখন লাজুক হেসে চোখ নামিয়ে নেয়,
আমি পাগল হয়ে যাই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন