গত বছরের স্মৃতি চারনায় সর্ব প্রথম যে বিষয়টিকে এগিয়ে
রাখব তা হল বিশ্ববিদ্যালয়ে এডমিশন। অনেক কিছু
শেখার অনেক কিছু বুঝার অনেক কিছু জানার আছে
এখানে। সেভাবে জানার চেষ্টা করিনি বলে হয়ত
অনেক কিছুই শেখার বাকী থেকে গেল। মেস লাইফ
সল্পকালীন হলেও Kamran এর সঙ্গ ভূলার মত নয়। রাসেল
ভাইয়ের প্রতি আপনা-আপনি একটা শ্রদ্ধাবোধ চলে
এসেছে। Ab, Saruar কথাও মাঝে মাঝে ভাবি।
বাসা নেওয়ার পর থেকে ফুফু-ফুফা নানা ভাবে
সহযোগিতা করে আসছেন। আমি একটু লাজুক টাইপের
বলে কিছুর দরকার কি না নিজে থেকে এসে জিঙ্গাসা
করেন।
Shahab Uddin ভাইয়ের সাথে ঢাকার অসম্পূর্ণ মিশনটা
মন্দ ছিলনা। ভাতিজা হেলালের সাথে পরের মিশনটা
ছিল খামখেয়ালীপনার চুড়ান্ত বহিঃপ্রকাশ। শ্রীমঙ্গল
মিনিট্যুরটাও দারুণ ছিল। যদিও বাজেট ক্রসিং হওয়ার
জন্য বেশ কদিন ভুকতে হয়েছিল।
আমি আমার মত থাকতে ভালবাসি। অবসর সময়ে একা
একা প্রিয় মানুষগুলিকে নিরবে মিস করে যাই। কখনোই
বলতে ভাল লাগেনা আমি তোমাকে ভালবাসি কিংবা
আমি তোমাকে মিস করি। আমি বিশ্বাশ করি এগুলো
মুখে বলার বিষয় নয়। মুখে বলে বোঝানোও যায় না, হৃদয়
দিয়ে অনুভব করতে হয়।
কতগুলি মানুষ তারা জানেনা যে আমি তাদের অনেক
ভালবাসি।
মা-বাবা, ছোট ভাইবোন, Archi-9 এর ২০ জন, নাহিদ, রূমী
আন্টি (যদিও বেশী রাগের জন্য দূরে দূরে থাকি) , Noyon,
Noyon আপা, ভাতিজা Jamal ....... love you all.
শুক্রবার, ১ জানুয়ারি, ২০১৬
স্মৃতির পাতায় ২০১৫
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন