বুধবার, ১ মে, ২০২৪

কালের খেয়া

অর্ধ-চেতন স্মৃতির ভিড়ে
দেখি তারে, অন্ধকারে
মাতাল হয়ে নেশার ঘোরে
জপি শুধু বিড়বিড় করে...
   
কিন্তু, সে তো 
কালের খেয়ায় ডুবেছে ধীরে,
আর কখনো আসবেনা ফিরে!
  
  
#কালের_খেয়া 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন