বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২

তন্দ্রা

কোন এক অচেনা বিষাদে আছন্ন আমি
হৃদয় মন্দিরে বিদিশার নিশি,
বিষাদ যাতনায় কুঁকড়ে উঠে বলে,
এ আমি কারে ভালোবাসি।

সহস্র বছরের শত বিরহ
জাগ দিয়েছে মনে,
অন্তঃপুর যেন বিষাদ নিলীমা
হৃদয় পূর্ণ বিরহের গানে।

বিষাদ যাতনার অগ্নিফলক
যেন নরকের ফলা,
তব চোখ বর্ষায় না জল
কাঁদি কি করে মম অবলা।

নেশার ঘোরে, দেখি সে কারে
মাতি কার সাথে তন্দ্রায়?
অপলোক নয়নে আমি চেয়ে থাকি
সে বুঝে না'ক হায়!

ওগো তোমি কে, কোথাকার?
তোমার সাথে হতে চাই একাকার।
চলে যাবে? যেও।
তব উত্তর দিয়ে একবার।

আমি তন্দ্রা, আমি মোহ
জীবন আমার নাম।
মৃত্যুর সাথে সদা বন্ধনা করি
চিরকাল... অবিরাম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন