রবিবার, ৭ আগস্ট, ২০২২

নেত্র

তাহার নেত্রে ব্রহ্মান্ড দেখি,
অশ্রুতে উত্তাল সাগর,
সেই আঁখিতে এক পূর্ণিমা হয়
আড়াই অমাবশ্যা পর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন