বুধবার, ৬ জুলাই, ২০২২

উন্মাদের প্রলাপ -০১

দুর্নীতির আল্টিমেট আউটপুট হল "মুদ্রাস্ফীতি"। সোজা করে বললে দ্রব্যমূল্যের ক্রমাগত দাম বৃদ্ধি এবং টাকার মূল্য হ্রাস। কেবল দ্রব্যই নয়, বৈদেশিক মূদ্রার (ডলারের) সাপেক্ষেও টাকার বিনিময় মূল্য কমছে।
  
অস্থিতিশীল বাজার সিন্ডিকেটের নিয়ন্ত্রণে। বেসরকারি পরিবহণ সংস্থা ইচ্ছেমত ভাড়া আদায় করেই ক্ষান্ত হয়নি, বিআরটিসি বাস পর্যন্ত মহাসড়কে রুখে দিয়েছে।
রেল ও বিমান যেখানে সারা বিশ্বে লাভ করছে সেখানে আমাদের ভর্তুকি দিতে হয় হাজার কোটি টাকা, অথচ এমন নয় যে টিকিট বা আসন বিক্রি হচ্ছে না উল্টো সোনার হরিণ যেন এক একটি টিকিট। দাম তো কম না... মধ্যপ্রাচ্যের টিকিটের ভাড়া ইউরোপকেও ছাড়িয়ে যায় মাঝে মাঝে।
এক টাকা যায় কোথায়?
  
সুইট ব্যাংকে টাকা জমা রাখার তালিকায় এদেশের অবস্থান কততম খোঁজ নিয়ে দেখলেই উত্তর মিলে যাবে। এরা কারা? কেউ জানে না, না সংবাদ মাধ্যম কর্মীরা আর কেউ সাগর-রুনী হতে চায় না। তাই পত্রিকার পাতায় আমরা সংবাদ দেখি,
"স্লিবলেস সাদা ব্লাউজে আবেদনময়ী নতুন লুকে খাঁজ দেখানো তারকা"।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন