তার প্রলোভনে স্বর্গ থেকে বিতাড়িত হলে
কি আশ্চর্য!
সিংহলের মাটিতে পদচিহ্ন এঁকে
তার সন্ধানেই ছুটলে তুমি...
অবিশ্বাসীরা বলে, নির্বোধ
আর জ্ঞানীরা বলেন, মজনূন!
ইশ্বর আরশ কাঁপিয়ে হাসেন আর বলেন,
ওহে, যমদূত; এদের আলাদা করার ক্ষমতা তোমাকেও দেওয়া হয় নি।
বোকারা বলে, মৃত্যু!
আর সাধক বলেন, স্বর্গ-সরণি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন