ধরো, অনেকদিন পেরিয়ে গেল
কোন যোগাযোগ নেই।
তাই বলে কি প্রাক্তন হয়ে যায় কেউ?
ব্যাপারটা কিন্তু মোটেও সেরকম নয়।
যোগাযোগের সাথে ভালবাসার কোন সম্পর্ক নেই।
একটি সম্পর্কে জড়াতে গেলে হয়তো যোগাযোগটা অত্যাবশকীয়,
কিন্তু, একজনকে ভালবাসা যায়
কোন প্রকার যোগাযোগ ছাড়াই।
হয়তো তুমিও একদিন প্রাক্তন হবে
সেদিন তোমার বিরহে আমি অভ্যস্ত হয়ে যাব,
তোমার ফিরে আসার দীর্ঘ প্রতীক্ষা ম্লান হতে হতে সেদিন নিঃশেষ হয়ে যাবে
যেমন করে শ্মশানের শব কালো ধূয়া হয়ে মিশে যায় বসন্তের হাওয়ায়
হৃদয় আর হারাবে না আষাঢ় গল্পের মায়ায়।