বুধবার, ১৫ জুন, ২০২২

প্রাক্তন

ধরো, অনেকদিন পেরিয়ে গেল
কোন যোগাযোগ নেই।
তাই বলে কি প্রাক্তন হয়ে যায় কেউ?
ব্যাপারটা কিন্তু মোটেও সেরকম নয়।
যোগাযোগের সাথে ভালবাসার কোন সম্পর্ক নেই।
একটি সম্পর্কে জড়াতে গেলে হয়তো যোগাযোগটা অত্যাবশকীয়,
কিন্তু, একজনকে ভালবাসা যায়
কোন প্রকার যোগাযোগ ছাড়াই।

হয়তো তুমিও একদিন প্রাক্তন হবে
সেদিন তোমার বিরহে আমি অভ্যস্ত হয়ে যাব,
তোমার ফিরে আসার দীর্ঘ প্রতীক্ষা ম্লান হতে হতে সেদিন নিঃশেষ হয়ে যাবে
যেমন করে শ্মশানের শব কালো ধূয়া হয়ে মিশে যায় বসন্তের হাওয়ায়
হৃদয় আর হারাবে না আষাঢ় গল্পের মায়ায়।

মঙ্গলবার, ৭ জুন, ২০২২

মোহ

বাস্তবে তাহাকে যতটা না ভালোবাসি
তারচেয়েও বেশি বাসি কল্পনায়;
  
এ জগত শৃঙ্খল নিয়মের দাসী
তাহারে খুঁজে মন মুক্তির মোহনায়।

আকাঙ্ক্ষা

আমি আমার সর্বস্ব দিয়ে
তোমাকে চেয়েছিলাম!

মজনূন

তার প্রলোভনে স্বর্গ থেকে বিতাড়িত হলে
কি আশ্চর্য! 
সিংহলের মাটিতে পদচিহ্ন এঁকে
তার সন্ধানেই ছুটলে তুমি...
অবিশ্বাসীরা বলে, নির্বোধ
আর জ্ঞানীরা বলেন, মজনূন!
  
ইশ্বর আরশ কাঁপিয়ে হাসেন আর বলেন,
ওহে, যমদূত; এদের আলাদা করার ক্ষমতা তোমাকেও দেওয়া হয় নি।
বোকারা বলে, মৃত্যু!
আর সাধক বলেন, স্বর্গ-সরণি।

শুক্রবার, ৩ জুন, ২০২২

কৃষ্ণগহ্বর

হয়তো ভূল একটা কক্ষপথে
আবর্তিত হচ্ছে  বারংবার।
  
তবুও সে খুশি।
কৃষ্ণগহ্বর তাহার না হোক,
সে তো হতে পেরেছে তার।