শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২২

অচেনা শহর

অনেককাল আগে একটা অচেনা শহরে
আমি তাকে খুঁজেছিলাম
জানতাম, এই শহরে সে নেই;
তবুও খোঁজেছিলাম।
  
আর সম্ভাব্যতার অঙ্ককে মহাশূন্যে ছুড়ে 
সত্যি সত্যিই একদিন
সেই অচেনা শহরে তার আমি দেখাও পেলাম।

শনিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২২

প্রার্থনা

- হে ইশ্বর আমার,
আমি তাহাকে পাশে চাই গুটিকয়েকবার।
= কতবার?
- যতবার নিঃশ্বাস নিতে হবে; ব্যাস, ততবার।
=তোকে ছিল অনন্তের আয়ু, দিগন্তের রাজকুমার 
তবে যে জীবনকালই কমাতে হয় এবার...
- তাকে ছাড়া হৃদয় বিদীর্ণ, প্রজন্মের হাহাকার;
বেঁচেও যেন মৃত, জীবন্ত নিঃসাড়!
= তবে তাই হোক, কি করা আর!