তোমার নির্বাক সৌন্দর্য দেখে
আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে রই।
নির্বাক আমিও
আমার নির্বাকতা দেখে অবাক তুমিও।
.
আমাদের মাঝখানে পিনপিনে নীরবতার এক কাচের দেয়াল।
মাঝে মাঝেই আবেগের জোয়ারে থর থর করে কেপে উঠে,
এই বুঝি নীরবতার দেয়াল ভেঙ্গে গেল।
সাহস হয় না।
হয়ত দেখা হবে কিছুই নেই
মাঝখান থেকে নীরবতার কাচের দেয়াটিই ভেঙ্গে চৌচির হয়ে গেছে।
.
তাই তো নীরবে নিভৃতে
তোমার নির্বাক সৌন্দর্য দেখে
আমি শুধুই অবাক দৃষ্টিতে তাকিয়ে রই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন