তোমার নির্বাক সৌন্দর্য দেখে
আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে রই।
নির্বাক আমিও
আমার নির্বাকতা দেখে অবাক তুমিও।
.
আমাদের মাঝখানে পিনপিনে নীরবতার এক কাচের দেয়াল।
মাঝে মাঝেই আবেগের জোয়ারে থর থর করে কেপে উঠে,
এই বুঝি নীরবতার দেয়াল ভেঙ্গে গেল।
সাহস হয় না।
হয়ত দেখা হবে কিছুই নেই
মাঝখান থেকে নীরবতার কাচের দেয়াটিই ভেঙ্গে চৌচির হয়ে গেছে।
.
তাই তো নীরবে নিভৃতে
তোমার নির্বাক সৌন্দর্য দেখে
আমি শুধুই অবাক দৃষ্টিতে তাকিয়ে রই।
শুক্রবার, ৪ মে, ২০১৮
নির্বাক সৌন্দর্য অবাক দৃষ্টি
She is no more
কক্সবাজারের সী বিচে হাটতে হাটতে হঠাৎই তুলির কথা মনে পড়ল। মানুষটি হারিয়েছে প্রায় সাত আট মাস আগে। ও আমার গার্লফ্রেন্ড ছিল না কিংবা কখনো গার্লফ্রেন্ড হওয়ার সম্ভাবনাও ছিল না। তবুও তার প্রতি আমি একটা আকর্ষণ অনুভব করতাম। আমাদের মাঝে বন্ধুত্ব ছাড়া অন্য রকম কমিটমেন্ট থাকার প্রশ্নও উঠেনা তবুও কেন জানি সে হারিয়ে যাওয়ার পর আমার শুধু মতে হত সে কোন না কোন ভাবে আমার প্রতি অন্যায় করেছে, আমাকে ঠকিয়েছে।
হঠাৎই চেক ইন মারার জন্য ফেইসবুকে ডুকে ম্যাসেজ ক্লিক করে থমকে গেলাম। ওর বয়ফ্রেন্ডের অ্যাকাউন্ট থেকে ছোট একটি ম্যাসেজ "She is no more". আমি স্থব্দ। তুলি সোসাইড করতে পারে এটা আমি জানতাম। সে অনেকবারই আমাকে বলছে। তবে কি শেষ পর্যন্ত সে......
না, অনেক খোজখবর নিয়ে জানা গেল সে ঠিক আছে। তুলির বয়ফ্রেন্ড হঠাৎ করে এ রকম একটি ম্যাসেজ দিয়ে ব্লক মারার কারণ তখনো অজানা। কিন্তু কোন এক অজানা কারণে তার প্রতি আমার মোহটা অনেকখানি কেটে গেছে।
আসলেই She is no more.
হঠাৎই চেক ইন মারার জন্য ফেইসবুকে ডুকে ম্যাসেজ ক্লিক করে থমকে গেলাম। ওর বয়ফ্রেন্ডের অ্যাকাউন্ট থেকে ছোট একটি ম্যাসেজ "She is no more". আমি স্থব্দ। তুলি সোসাইড করতে পারে এটা আমি জানতাম। সে অনেকবারই আমাকে বলছে। তবে কি শেষ পর্যন্ত সে......
না, অনেক খোজখবর নিয়ে জানা গেল সে ঠিক আছে। তুলির বয়ফ্রেন্ড হঠাৎ করে এ রকম একটি ম্যাসেজ দিয়ে ব্লক মারার কারণ তখনো অজানা। কিন্তু কোন এক অজানা কারণে তার প্রতি আমার মোহটা অনেকখানি কেটে গেছে।
আসলেই She is no more.
এতে সদস্যতা:
মন্তব্যসমূহ (Atom)