ট্রেন চলার ভঙ্গিটা দারুণ। প্রথমে এনাকোন্ডার মত নড়েচড়ে ওঠে বিশাল দেহাকার ট্রেনটি। তারপর কচ্ছপের মত আস্তে আস্তে এগুতে থাকে সামনের দিকে.......
তারপর ঝকঝক শব্দের সিমেট্রিকাল প্যাটান। মনে হয় এর কোন আদি বা অন্ত নেই। হঠাৎই একটা বাকে শেষ হয়ে যায় পাথুরের নগরী আর সামনে চলে আসে উন্মুক্ত দিঘন্ত। সবুজ বা সোনালী মাঠের সাথে মিশে যাওয়া সেই নীল দিঘন্তের ওপারে কে না হারাতে চায়?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন