সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

ফ্যাসিস্ট প্রেমিক

এমনিতে আমি ভীষণ নরম, জলবৎ তরঙ্গ
দারুণ প্রশান্ত;
তোমার বেলায় আমি এক ফ্যাসিস্ট স্বৈরাচার,
বিপ্লবী অশান্ত।

তুমি আমার কান্না
আমার হিরা চুনি পান্না,
আমার বিস্তৃত আকাশগঙ্গা
আমার জলধি নীলরঙা;
তুমি হারিয়ে যাওয়া অরণ্য
আমার না ছুয়ে দেখা মহাশূন্য।

তুমি রূপ কথার গল্পে এক কুমারী নিঃশান্ত;
তোমার বেলায় আমি এক ফ্যাসিস্ট স্বৈরাচার,
বিপ্লবী অশান্ত।