সোমবার, ৫ জুন, ২০২৩

অক্টোবর

এই যে তাকে চেয়েছিলাম
যতটুকু চেয়েছি ততটুকু ছিল কামনা
আর যতটুকু চাইনি,
সেটাই ছিল আমার ভালবাসা।
 
তাকে এক আধটু যে পেয়েছি
যতটা সময় সামনে পেয়েছি
কেবল সময়টা সে ছিল অন্য কারো হয়ে,
যতটা সময় সে দূরে ছিলে
পুরো সময় কেবল আমার হয়েই ছিল।
 
বাস্তবে তাহাকে যতটা না ভালোবাসি
তারচেয়েও বেশি বাসি কল্পনায়;
এ জগত শৃঙ্খল নিয়মের পূজারী
তাহারে খুঁজে মন মুক্তির মোহনায়।