লজ্জায় মরে যাই যখন দেখি বাংলাদেশও বর্ণ প্রথার বাইরে নয়। এদেশে বর্তমানে দুটি বর্ণ প্রধান জাতি আছে। একদলের বাবারা মুক্তিযোদ্ধা। এদের চাকরির জন্য আলাদা রিজার্ভ সিট থাকে। আরেক দলের বাবা রাজকার। তারা কোন ভাবে আগে চাকরি পেয়ে থাকলেও তাদের চাকরিচ্যুত করতে মুক্তিযুদ্ধ স্বপক্ষীয় মিডিয়া অঙ্গিকার বদ্ধ।
আসল কথাই আসি। আমি বিশ্বাশ করি, প্রতিটা মুক্তিযোদ্ধা যেমন দেশের গৌরব কালের কষ্টিপাথরে যাচাই করা খাটি সোনা, ঠিক তেমনি আবার রাজকার ঘৃনিত, ইতর জাতীয় কালের কলঙ্কিত অধ্যায়। মুক্তিযুদ্ধাদের আজীবন সম্মানীয় আর অমানবিকতার জন্য রাজকারের শাস্তি দুটোই মহৎ কাজ। কিন্তু এ ব্যাপারটা এ যুগেই থাকা উচিত। পরবর্তী প্রজন্মকে এর সাথে না জড়ানোই ভাল। পিতার কর্মের পুরস্কার বা তিরস্কার পিতাকেই দেওয়া উচিত। প্রত্যেক মানুষের তার চিন্তা চেতনায় স্বাধীন। তাই আমি মনে করি বিষয়টিকে নিয়ে নতুনভাবে ভাবে ভাবার সময় এসে গেছে।
বুধবার, ১৬ মার্চ, ২০১৬
মুখবন্ধ
এতে সদস্যতা:
মন্তব্যসমূহ (Atom)