বৃহস্পতিবার, ৩০ মে, ২০১৩
সেতু চাই
আমি মোঃ আসমাউল হোসেন কাওসার কয়েক গ্রাম শান্ত, নিরীহ ও অধিকার সম্পর্কে যারা জানেনা তাদের পক্ষ থেকে বলছি| সিলেট-এর কোম্পানীগন্জ উপজেলা রাস্তা-ঘাটে সমৃদ্ধ| উপজেলা থেকে অদূরে নদীর ওপারে কয়েকটি গ্রামে আজও উন্নয়ের ছোয়া লাগেনি| পাশের এলাকার বড় গাছের (নেতা) দরুন আমরা আলো পাই না| এই গ্রাম কয়েকটি হল ঢালার পাড়, মোস্তফানগর, মধ্য-রাজনগর,দক্ষিণ-রাজনগর ও চাঁনপুর| কোম্পানীগন্জ-চাঁনপুর সেতুই এ এলাকার আমূল পরিবর্তন ঘটাতে পারে| তাই এলাকাবাসীর দাবি অবিলম্বে যেন এ সেতু নির্মাণ করা হয়|
এতে সদস্যতা:
মন্তব্যসমূহ (Atom)